মাইক্রোওয়ার্কারস KYC ভেরিফিকেশন

মাইক্রো ওয়ার্কার্স নতুনদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এখানে পার্ট টাইম কাজ করে সুন্দর আয় করা যায়। এখানে ছোট ছোট কাজ পাওয়া যায়। কাজটি ১০ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। কাজগুলো হলো সাইন আপ করা, কমেন্ট করা, লাইক করা, ডাউনলোড করা ইত্যাদি। 

মাইক্রোওয়ার্কারদের ক্ষেত্রে যারা ডাটা এন্ট্রির কাজ জানেন তারা ভালোভাবে করতে পারেন। এই কাজগুলো অনেকটা CPA মার্কেটিং এর মত। মাইক্রোওয়ার্কের কাজটি স্থায়ীভাবে না করে খণ্ডকালীন হিসাবে করা ভাল। এটাকে ক্যারিয়ার হিসেবে নিবেন না, পার্টটাইম হিসেবে করুন। নতুনরা মাইক্রোওয়ার্কারে পার্ট টাইম কাজ করে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করে।

মাইক্রোওয়ার্কারস KYC ভেরিফিকেশন নিচের ভিড়িওতে দেখানো হয়েছে।


ভিডিও দেখা শেষ হলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।

🔗 Visit our Channel: RH Tech View

🔗 Like our FB Page: https://facebook.com/learnyourself24


সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি এই টিউনটি পড়ার জন্য।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ