অটো ক্যাড
অটো ক্যাড (Auto CAD) হলো বিশ্বসমাদৃত একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার।
অটোক্যাড (AutoCAD) একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত টুডি এবং থ্রিডি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডেড ডিজাইন (Computer Aided Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। অটো ক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন করা যায়।
অটোক্যাড শিল্পে, স্থপতি, প্রকল্প পরিচালক, প্রকৌশলী, গ্রাফিক ডিজাইনার, নগর পরিকল্পনাকারী এবং অন্যান্য পেশাদারদের দ্বারা ব্যবহৃত হয়। এটি ১৯৯৪ সালে বিশ্বব্যাপী ৭৫০ টি প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা সমর্থিত ছিল।
যেকোন স্কেলিং ড্রইং এর ক্ষেত্রে অটো ক্যাড এর কোন বিকল্প নেই। অটো ক্যাড এর নতুন নতুন কমান্ড ও টুলস্ সম্পূর্ণরূপে ইউজার ফ্রেন্ডলি। অটো ক্যাড এর সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারী ডিজাইন করা যায়। অটো ক্যাড সফটওয়্যার এর মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট প্লানার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন। অটো ক্যাড মূলতঃ বিভিন্ন জ্যামিতিক বা গ্রাফিক্যাল অবজেক্ট এর সমন্বয়। যেমনঃ রেখা, বৃত্তচাপ, বৃত্ত, টেক্সট বা লেখা। এছাড়াও ব্লক বা গ্রুপ অবজেক্ট আনুষঙ্গিক অবজেক্ট প্রপার্টিজ যেমনঃ কালার, লেয়ার, লাইন টাইপ আ্যাট্রিবিউট ইত্যাদি ব্যবহার করে সাচ্ছন্দে ড্রইং করা যায়। সাধারণ ড্রইং সীটে যে ড্রইং করা হয় এবং অটো ক্যাড এডিটরে যে ড্রইং করা তার কার্যপ্রনালী কিছুটা ভিন্ন তবে সুবিধা অনেক বেশি।
অটো ক্যাড এর কাজ
এটির কাজ হলো দ্বিমাত্রিক অবজেক্ট নিয়ে। এখানে টু-ডি ও থ্রি-ডি উভয় ধরনের অবজেক্ট তৈরি করা যায়। তবে টু-ডি অবজেক্ট তৈরি করে পরবর্তীতে একে থ্রিডি তে রূপান্তরিত করা যায়। অটো ক্যাড এ তৈরিকৃত ডিজাইনকে থ্রিডিতে রূপান্তর করার 3D Studio Max , Maya ইত্যাদি বিভিন্ন ধরনের থ্রিডি প্রোগ্রাম ব্যবহার করা হয়। আবার অটো ক্যাড এ সরাসরি থ্রিডি ডিজাইন তৈরি করা যায়। Auto CAD এ থ্রিডি অপেক্ষা টু-ডিতে কাজ করা সহজ। অটো ক্যাড এ আমরা যা কিছুই ড্রইং বা ডিজাইন করি না কেন এর ইন্টারফেস সর্ম্পকে ধারণা অর্জন করা প্রয়োজন। অটো ক্যাড এর বিভিন্ন প্যাকেজ বর্তমানে বাজারে আছে। এর মধ্যে সবচেয়ে সহজ ও সুবিধাজনক প্যাকেজ হলো Auto CAD 2007 .
ইন্টারফেস বা ড্রইং স্ক্রীন পরিচিতি
অটো ক্যাড সফটওয়্যারটি রান করলে কম্পিউটারের মনিটরের পর্দায় যে উইন্ডোটি চলে আসে সেটিই অটো ক্যাড এর ইন্টারফেস। নিচে Auto CAD 2007 এর ইন্টারফেস দেখানো হলো-
অটো ক্যাড এর ইন্টারফেসে যে অংশ গুলো পাওয়া যায়-
Title Bar, Menu Bar, Standard Tool Bar, Object Properties Tool Bar, Draw Tool Bar, Modify Tool Bar, Drawing Editor, User Co-ordinate System বা UCS Icon, status Bar, Command Window ইত্যাদি।
অটো ক্যাড এর ইন্টারফেসে উল্লিখিত অংশ সমূহের বর্ণনা-
Title Bar: অটোক্যাড গ্রাফিক্স উইন্ডোর উপরের নীল রংয়ের বারটিকে বলা হয় টাইটেল বার। এই বারটিতে ড্রইং ফাইলের নাম প্রদর্শিত হয়। টাইটেল বারের সর্ব বামে অটোক্যাড লোগো থাকে।
Menu Bar: টাইটেল বারের নিচের বারটিকে বলা হয় Menu Bar| Menu Bar এ ড্রপ ডাউন Menu রয়েছে। যেমনঃ File, Edit, Insert, Format, Tools, Draw, Dimension, Modify ইত্যাদি Menu থাকে।
ইঞ্জিনিয়ারিং এ Auto CAD
আমরা জানি, ড্রইংকে ইঞ্জিনিয়ারদের ভাষা বলা হয়। ড্রইং এমন একটি ভাষা যা কতগুলি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় এই ভাষা ইঞ্জিনিয়াররাই বুঝতে পারেন। আর অটো ক্যাড হচ্ছে ড্রইং এর উন্নতরুপ। আগে কাগজে কলকে ড্রইং করা হত, যা খুবই কষ্টসাধ্য ছিল, ড্রইং করার পর ভুল হলে সংশোধনেও অনেক জামেলা ছিল।
বর্তমানে Auto CAD এর মাধ্যমে অতি সহজে ও কম সময় ব্যয় করে অত্যাধুনিক ড্রইং করা সম্ভব এবং পরবর্তীতে অতি অল্প সময়ে পরিবর্তন ও সংশোধন করা যায়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য Auto CAD
কোনও ডিজাইন প্রকল্পের প্রাথমিক পর্যায়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কোনও প্রদত্ত সমস্যার সর্বোত্তম সমাধান নির্ধারণের জন্য, আইডিয়া গুলোর স্কেচিং এবং তাদের বিশ্লেষণ শুরু করতে অটোক্যাড ব্যবহার করতেন। Auto CAD সফ্টওয়্যার অতিরিক্তভাবে এই নকশাগুলির ব্যাখ্যা করতে, ভুলগুলি চিহ্নিত করতে, যান্ত্রিক প্রকৌশলীকে মিস করতে পারে এমন অসঙ্গতিগুলি সনাক্ত করতে সহায়তা করে।
আর্কিটেক্টদের জন্য Auto CAD
একজন স্থপতি এবং ড্রাফটসম্যান বিল্ডিং, ব্রিজ এবং রাস্তার জন্য ব্লুপ্রিন্টগুলি ডিজাইন করতে অটোক্যাড ব্যবহার করে। আপনি বর্তমানে যে বাড়ি বা অ্যাপার্টমেন্টে থাকছেন সম্ভবত CAD সফ্টওয়্যার ব্যবহার করে ডিজাইন করা হয়েছিল। এটি একজন আর্কিটেক্ট বা ডিজাইনারকে তার ডিজাইন কে সঠিক ভাবে নির্দিষ্ট স্কেল অনুসারে কমপ্লিট করার জন্য সুযোগ দেয়।যাAuto CAD আবিষ্কারের পূর্বে খুবই কষ্টসাধ্য ছিল।
সিভিল ইঞ্জিনিয়ারের জন্য Auto CAD
অটোক্যাড কোন সিভিল ইঞ্জিনিয়ার কে একটি বিল্ডিংয়ের স্ট্রেন্থ ডিজাইন এবং বিশ্লেষণ, ব্রিজ এবং রাস্তার ডিজাইন করতে সক্ষম করে।Auto CAD এই সমস্যাগুলি একটি সহজ উপায়ে সমাধান করতে সহায়তা করে। বেসামরিক প্রকৌশলীরা এই অটোক্যাডটি বেস মানচিত্র তৈরির জন্য ব্যবহার করেছেন। তাছাড়া ও এটি যেকোনো কন্সট্রাকশন কাজের ডকুমেন্টেশন তৈরি করতে সিভিল ইঞ্জিনিয়ার কে সহায়তা করে।
ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য Auto CAD
ডিজাইনারদের নিয়ন্ত্রণ করার জন্য ইলেট্রিক্যাল সফ্টওয়্যার হিসাবে একটি অটোক্যাড রয়েছে। এর উদ্দেশ্য বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি ও সংশোধন করা। ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কার্যগুলি স্বয়ংক্রিয় করার জন্য এটির বিস্তৃত সরঞ্জাম রয়েছে যা প্রচুর পরিশ্রম বাঁচাতে সাহায্য করে। তাই ইঞ্জিনিয়াররা আরও বেশি সময় ইনোভেশনে ব্যয় করতে পারেন।
সর্বোপরি বলা যায় যে, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যেকোনো ডিজাইন বা ড্রয়িং কে সুষ্ঠ এবং সঠিকভাবে দ্রুত তম সময়ে সম্পাদন করার জন্য Auto CAD সফ্টওয়্যার অতীব প্রয়োজনীয়।
ক্যাড ক্যাম কি? ক্যাড ক্যাম সম্পর্কে জানুন।
ক্যাড ক্যাম (CAD-CAM) সফটওয়্যার কী? কিছু জনপ্রিয় ক্যাড ক্যাম সফটওয়্যার।
হার্ড ডিস্ক ও সলিড স্ট্যাট ডিস্কের মধ্যে পার্থক্য কি
Youtube Monetization Update news | Add 2-step Verification
ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তায় করণীয়
আমাদের সম্পের্কে জানতে এখানে ক্লিক করুন
0 মন্তব্যসমূহ