যে কোন Custom URL আপনার Channel এ যুক্ত করুন। Custom URL সংক্রান্ত সকল সমস্যার সমাধান।

যে কোন Custom URL আপনার Channel এ যুক্ত করতে পারবেন। যদি সেই Custom URL টা আপনি ছাড়া অন্য কেউ না নিয়ে থাকে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কাস্টম ইউ আর এল সংক্রান্ত সমস্যাই আছেন, তাদের জন্য আমাদের আজকের এ ভিড়িওটি করা।

আমি যখন আমার চ্যানেলটাকে পার্সোনাল থেকে ব্র্যান্ড চ্যানেলে মুভ করি তখন আমি এ সমস্যার সম্মুখীন হয়। আপনারা তো হয়ত জানেন যে ব্র্যান্ড চ্যানেলে মুভ করার পরে অনেকগুলো সুবিধার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের Custom URL টা রিমুভ হয়ে যাওয়া। আপনি চাইলে এখন আপনার আগের Custom URL টা নতুন ব্র্যান্ড চ্যানেলে যুক্ত করতে পারবেন। কিভাবে করবেন তা ভিড়িওতে বিস্তারিত ভাবে দেয়া আছে। 

আমাদের মধ্যে যারা নতুন আছেন ১০০ সাবস্ক্রাইবার হওয়ার পরেও Custom URL যুক্ত করার অপশনটা আসতেছে না, তারাও এ পদ্ধতিতে আপনার কাঙ্খিত Custom URL টা নিয়ে নিতে পারবেন। এর মাধ্যমে আপনি যে কোন Custom URL আপনার চ্যানেলে যুক্ত করতে পারবেন। যদি সেই Custom URL টা আপনি ছাড়া অন্য কেউ না নিয়ে থাকে, আপনিও যদি Custom URL টা নিয়ে নেন তবে সেটা Delete করে আবার নতুন চ্যানেলে যুক্ত করতে পারবেন। 

পার্সোনাল থেকে ব্র্যান্ড চ্যানেল যেভাবে করবেন: https://youtu.be/kMJ8F6dNRIo


ভিডিও দেখা শেষ হলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।

🔗 Visit our YouTube Channel: RH Tech View



Hope you Enjoyed this video,
If you Enjoyed this video,

Please SHARE with your Friends
and SUBSCRIBE this Channel.

✔ Like ⏩Comment ⏩Share & ⏩ Subscribe ✔

Thank You :)

যে কোন প্রয়োজনে আমরা আছি -
ফেসবুক পেজ: Learn your self

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ