ফেসবুক মেসেন্জারে কালো থিম (Dark Mode) চালু করার উপায়। স্কিনশট সহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক মেসেন্জারের ডার্ক মোড অন করবেন।

Facebook Messenger Dark Mode bangla rh tech
Facebook Messenger Dark Mode

ইউটিউবের পর এবার ফেসবুকও ডার্ক মোড নিয়ে হাজির হয়েছে। ডার্ক মোডের ফলে রাতে চ্যাটিং এ চোখের সমস্যা হয় না। আর এটি মোবাইলের ব্যাটারী খরচও কমিয়ে দেয়। তাই আমি মনে করি ডার্ক মোডটি সকলেরই ব্যবহার করা উচিত। 

যেভাবে ডার্ক মোড চালু করবেন-

মেসেন্জারে ডার্ক মোড চালু করতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

১। আপনার Messenger সফট্ওয়্যারটি যদি আপডেট না থাকে, তবে আপডেট করে নিন। 
(আমি যে, Messenger সফট্ওয়্যারটিতে ডার্ক মোড অন করেছি, তার ভার্সন হচ্ছে- 205.0.0.18.110) 

২। Messenger সফট্ওয়্যারটি আপডেট দেয়ার পরে ওপেন করুন। ওপেন করে আপনার ফ্রেন্ড লিস্ট এ থাকা যে কোন একজন ফ্রেন্ডকে একটি অর্ধ চাঁদের ইমোজি মেসেজ সেন্ড করবেন। অর্ধ চাঁদের ইমোজি সেন্ড করার পর, দেখবেন উপর থেকে অনেক গুলি চাঁদ নিচের দিকে পড়বে। তখন আপনার ডার্ক মোডের অপশনটি খুলে যাবে। নিচে স্কিনশট দিয়ে দেখানো হয়েছে। 

(যদি উপর থেকে অনেকগুলি চাঁদ না পড়ে, তবে কিভাবে ডার্ক মোডটি অন করবেন, তা নিচে ভিডিওতে দেখুন।)

Find Moon Emoji


Moon Emoji is falling from above


Found Dark Mode

৩। উপর থেকে অনেকগুলি চাঁদ পড়লে আপনি প্রোফাইল পিকচার এ ক্লিক করে সেটিং এ গেলে Dark Mode অন/অফ করার একটা অপশন পাবেন। সেখান থেকে ডার্ক মোড টাকে অন করে দিবেন। নিচে স্কিনশট দিয়ে দেখানো হয়েছে।

Click~ Profile Picture


Dark Mode Option

ব্যাস আপনার কাজ শেষ।


Messenger Dark Mode
Messenger Dark Mode


কোথাও না বুঝলে বা যদি ডার্ক মোড অন করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন।



ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন এবং এ রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 

সবাই, প্রযুক্তির সাথে থাকুন। 
সবাইকে ধন্যবান জানাচ্ছি, এই টিউনটি পড়ার জন্য। 
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

যে কোন প্রয়োজনে আমরা আছি -
ফেসবুক পেজ : Learn your self

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ