ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল । লাইভ ক্লাস ১৮

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। 
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
ওয়েব ডিজাইন নিয়ে আগের টিউন : চাইলে দেখে আসতে পারেন-

Web Design Bangla Tutorial কোর্চের  লাইভ ভিড়িওতে আপনাকে জানাই সুস্বাগতম।
আমাদের আজকের লাইভ ভিড়িওতে নিম্নোক্ত বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Bootstrap Revise, Container, beefree.io, Syntax, Layout Design


একজন ওয়েব ডিজাইনারকে জবের পিছনে ছুটতে হয় না। আপনার যদি কোন কোম্পানিতে জব নাও হয়, তবুও আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করে স্মার্ট একটা ইনকাম করতে পারবেন, মানে আপনি নিজেই নিজের বস।

তাই একজন ওয়েব ডিজাইনার হতে আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভ ভিড়িও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে All করে দিন। 

🔗 Visit our YouTube Channel: RH Tech View

🔗 Like our FB Page: https://facebook.com/learnyourself24


সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি এই টিউনটি পড়ার জন্য।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ