ক্যাড (CAD) এর উপকারিতা কি? জেনে নিন

ক্যাড (CAD)

কম্পিউটার এইডেড ডিজাইন এক ধরনের ডিজাইন কার্যক্রম, যা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উন্নয়ন, বিশ্লেষণ অথবা পরিবর্তন, পরিবর্ধন করা হয়।

ক্যাড এর উপকারিতা (Advantages of CAD)

ক্যাড এর অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে কতক সহজেই পরিমাপ করা যায়। কিছু কিছু উপকারিতা অপরিমাপযোগ্য। যেমন- কার্যের মান  বর্ধিতকরণ, অধিক দক্ষ ও গতিশীল তথ্য আদান-প্রদান, অধিক নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে সাহায্য করে।

ক্যাড এর উপকারিতা কি
What are the benefits of CAD?

কম্পিউটার এইডেড ডিজাইনের নিম্নবর্ণিত উপকারিতাই প্রধান। যেমন- 
  • ডিজাইনে প্রডাকটিভিটি উন্নত (Productivity improvement in Design)
  • লীড সময় কমানো (Shorter Lead Time)
  • ডিজাইন বিচার বিশ্লেষণ (Design Analysis)
  • ডিজাইন ত্রুটি কমানো (Fewer Design Errors)
  • ডিজাইন হিসাব-নিকাশে অধিক নির্ভুলতা (Greater Accuracy in Design Calculation)
  • ডিজাইন, ড্রাফটিং এবং ডকুমেনটেশন পদ্ধতির প্রমিতকরণ (Standardization of Design Drafting and Documentation Procedures)
  • ড্রইং অধিক বোধগম্য হয় (Drawings are more understandable)
  • প্রযুক্তিগত পরিবর্তনের জন্য প্রক্রিয়ার উন্নতকরণ (Improved procedure for Engineering Changes)
  • উৎপাদনে সুবিধা (Benefits in Manufacturing)
  • Tool and fixture design for manufacturing
  • Numerical control part programming
  • Computer aided process planning
  • Assembly lists (Generated by CAD) for production
  • Computer aided inspection
  • Robotics Planning
  • Group technology
  • Shorter manufacturing lead times through better scheduling
  • Faster response to request for quotations
  • Helps ensure designs are appropriate to existing manufacturing techniques
  • Reduced training time for routine drafting tasks and NC part programming
  • Provides better functional analysis to reduce prototype testing, etc.

🔗 Visit our YouTube Channel: RH Tech View

🔗 Like our FB Page: https://facebook.com/learnyourself24


সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি এই টিউনটি পড়ার জন্য।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ