৩০ মিনিটেই বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়াল।

আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা ভাষায় MS Excel টিউটোরিয়াল। Excel এ আপনার দক্ষতা বিকাশ করুন এবং আপনার অফিসে একজন মূল্যবান ব্যক্তি হয়ে উঠুন।

এই এক্সেল বাংলা টিউটোরিয়াল এ , আপনি এক্সেলের প্রায় সব প্রাথমিক টিপস এবং কৌশল পাবেন। এই বাংলা এক্সেল টিউটোরিয়ালটি মৌলিক এবং কিছু উন্নত বিষয়ের উদাহরণ শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে। আজকাল,  ছোট ব্যবসা এবং অফিসে এক্সেল একটি খুব দরকারী অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে।

৩০ মিনিটে বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়াল এ আমরা তুলে ধরেছি একদম বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স টিউটোরিয়াল। এম এস এক্সেল টিউটোরিয়াল এর এই আলোচনায় এসেছে রো কলাম পরিচিতি, ফরমুলা, নেম বক্স এর ব্যবহার থেকে শুরু করে খুব সহজেই কিভাবে এক্সেলে শেষের রো কিংবা শেষের কলামে যাওয়া যায় তা। আবার নতুন রো কিংবা নতুন কলাম নেয়া এবং সেগুলো ছোট বা বড় করার পদ্ধতি ও আছে এই Microsoft Excel শেখার নিয়ম এ।

আমরা ব্যবহার করেছি এক্সেল ২০১৬ , কিন্তু অন্য ভার্সন গুলোতেও এই একই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

আমরা এখানে প্রডাক্ট সেল সিট তৈরি করে দেখিয়েছি এবং এর একটি চার্ট ও তৈরি করে দেখিয়েছি । পাশাপাসি আমরা ৩০ মিনিটের এই এক্সেল এর টিউটোরিয়াল এ সেলারি সিট তৈরি করে
দেখিয়েছি। দেখিয়েছি কিভাবে বেজড় কিংবা জোড় নাম্বার গুলো বের করা যায়। এবং নিজে নিজেই কিভাবে এক্সেল এর ফাংশন সেখা যায়। পাশাপাশি আপনি কিভাবে এক্সেলে টাকার চিহ্ন নিয়ে আসবেন তা ও আলোচনা করা হয়েছে ।


Intro: (0:00)
Blank Sheet: (0:57)
Typing in Excel (3:04)
Product Sales: (6:05)
Insert Row column: (10:15)
Do Sum using SUM Function: (12:57)
Insert Chart in Excel: (14:30)
Why Need to use a cell reference in Calculation: (16:30)
Insert New Sheet in Excel: (17:24)
Make a salary Sheet: (17:55)
Use of Status Bar: (20:15)
Add taka symbol in excel: (21:06)
Sort and Filter: ( 22:29)
Some other formulas: (25:10)
Date Formate: (27:30)
Text Formate: (28:00)

ভিডিও দেখা শেষ হলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।

🔗 Visit our YouTube Channel: RH Tech View

🔗 Like our FB Page: https://facebook.com/learnyourself24


সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি এই টিউনটি পড়ার জন্য।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

যে কোন প্রয়োজনে আমরা আছি -
ফেসবুক পেজ: Learn your self

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ