ইউটিউব পার্সোনাল থেকে ব্র্যান্ড চ্যানেল | Move YouTube Personal to Brand Account

আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে রুপান্তর করলে আপনি অনেকগুলি সুবিধা পাবেন।

আপনি আপনার চ্যানেলে এক বা একাধিক ম্যানেজার এড করতে পারবেন, যাদেরকে এড করবেন তারা আপনার চ্যানেলে ভিড়িও দিতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে। একেক জনকে একেক ক্যাটাগরির ভিড়িও আপলোড় করার জন্য রাখতে পারবেন। আর তাদের কাউকেই আপনার মেইল এবং পাসওয়ার্ড দিতে হবে না। ব্র্যান্ড চ্যানেলের সবচেযে বড় সুবিধা হচ্ছে, আপনার চ্যানেলটি যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনি একদিন সময় পাবেন চ্যানেলটিকে ব্যাক আনার জন্য। কারণ চ্যানেলের ওনারকে রিমুভ করতে একদিন সময় লাগবে। 

আপনি যদি এখনো ব্র্যান্ড একাউন্ট না করে থাকেন, তবে আপনার চ্যানেলটিকে এখনি ব্রান্ড চ্যানেলে রুপান্তর করে ফেলুন।


ভিডিও দেখা শেষ হলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন।

🔗 Visit our YouTube Channel: RH Tech View


🔗 Follow us: https://twitter.com/rhtech7 Hope you Enjoyed this video, If you Enjoyed this video,
Please SHARE with your Friends and SUBSCRIBE this Channel. ✔ Like ⏩Comment ⏩Share & ⏩ Subscribe ✔
Thank You :)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ