সম্প্রতি এখানে যুক্ত করা হয়েছে Paid Surveys। আপনি চাইলে শুধুমাত্র সার্ভে করে স্মার্ট একটা ইনকাম করতে পারবেন। PicoWorkers সাইটটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে। এটা একটি ট্রাস্টেড সাইট।
এ সাইটে কাজ করার জন্য MicroWorkers এর মত Admission Test দিতে হবে না। আপনি সব সময় ৫০০+ কাজ পাবেন। এবং মাত্র ৫ ড়লার হলেই Withdraw দিতে পারবেন। এ সাইটে বিভিন্ন ক্যাটাগরির কাজ থাকে যেমন- সাইন আপ, ভিড়িও মার্কেটিং, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্ট্রাগ্রাম, Apps review, Mobile Applications (iPhone & Android), Search-Click (Engage), Blog/Website Owners, Promotion (Voting & Rating), Comment on Other Blogs, Write an honest review (Service, Product), Computer Programes (PC) সহ আরো অনেক কাজ। এ সব ক্যাটাগরি থেকে আপনার পছন্দের ক্যাটাগরি সমূহ বেছে নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও Paid Surveys তো আছেই, যার মাধ্যমে শুধুমাত্র সার্ভে করে ভালো একটা ইনকাম করতে পারবেন।
আপনি চাইলে আপনার earned ব্যালেন্স কে spendable ব্যালেন্স এ ট্রান্সফার করে আপনার ফেসবুক পেজে লাইক বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম , ভিড়িওতে লাইক এছাড়াও যে কোন ধরনের কাজ এখানে সাবমিট করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আপনার কাছে earned ব্যালেন্স না থাকলে এ সাইটে ব্যালেন্স ডিপোজিট করে এ কাজগুলো সাবমিট করতে পারবেন।
0 মন্তব্যসমূহ